ArabicBengaliEnglishHindi

টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ হায়দরাবাদের


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ৮:৫৪ অপরাহ্ন / ৬৭
টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক->>
আইপিএলের ২৫তম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ আর কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে হায়দরাবাদের।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামস। অর্থাৎ কলকাতা আগে ব্যাটিং করবে।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে কলকাতা। শ্রেয়াস আয়ারের দল পাঁচ ম্যাচের তিনটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে। চার ম্যাচের দুটি জিতে আট নম্বরে সানরাইজার্স।

কলকাতা একাদশ
অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন, প্যাট কামিন্স, সুনিল নারিন, উমেশ যাদব, বরুন চক্রবর্তী, আমান খান।

হায়দরাবাদ একাদশ
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, জগদীশ সাচিথ, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মার্কো জানসেন।