ArabicBengaliEnglishHindi

টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মানবাধিকার ইউনিটির নতুন কমিটির ঘোষণা


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ১২:৩৫ অপরাহ্ন / ৩৪২
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মানবাধিকার ইউনিটির নতুন কমিটির ঘোষণা

মোঃ সবুজ খান, মির্জাপুর টাংগাইল ->>
মির্জাপুর উপজেলা মানবাধিকার কমিশন এর নতুন পৌর কমিটি গঠন করা হইছে।

কমিটি অনুমোদন করেন টাংগাইলের সভাপতি নাসরীন জাহান খান বিউটি ও সাধারণ সম্পাদক কাজি তাজউদ্দিন আহমেদ রিপন।পৌর কমিটির সভাপতি মো শাহাদাৎ হোসাইন ও সাধারণ সম্পাদক রেমন মিয়া।

সাধারন সম্পাদক রেমন মিয়ার কাছে থেকে জানা যায় সে গত চার বছর ধরে মির্জাপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন।

রেমন মিয়ার কাছে থেকে আরও জানা যায় সে অসুহায় মানুষের সব ধরনের আইনি সহায়তা করেন বিনা পয়সায়।

সে আরও জানায় আগামিতে মির্জাপুর পৌর সভায় মানবাধিকার কমিশন এর কাজ আরও বেগবান করার জন্য কাজ করে যাবেন।