ArabicBengaliEnglishHindi

টাকার গন্ধ বড্ড খারাপ -মোঃ ইসমাঈল


প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ৫:৩৯ অপরাহ্ন / ১৫২
টাকার গন্ধ বড্ড খারাপ -মোঃ ইসমাঈল

টাকার গন্ধ বড্ড খারাপ
-মোঃ ইসমাঈল

এই “টাকা” এমন কেনো তোমার চরিত্র
তোমার সংস্পর্শে আসলেই
বোবা লোক কথা বলে,
অজ্ঞান হওয়া লোকটাও যেন টাকার গন্ধে জ্ঞান ফিরে পায়,
সৎ লোকটাও অসৎ কাজ করে,
অনর্গল কথা বলা লোকটাও নিশ্চুপ হয়ে যায়,
সত্য লেখার অস্রটাও যেন মিথ্যাতে হয়ে পড়ে মগ্ন,
ন্যায়ের পথে অটল থাকা ব্যক্তিও দূর্নীতি করে,
অস্তিত্ব বিলীন হওয়া লোকের অস্তিত্ব বিরাজ করে।

কি এমন নেশা জুড়িয়ে আছে “টাকার” মধ্যে, যার জন্য
মানুষ সম্পর্কের মাঝে বেড়াজাল তৈরি করে,
সন্তান ও ভুলে যায় জন্মদাতা বাবা-মাকে,
একে অপরকে ক্ষুন করতে দ্বিধা করেনা,
‘মানুষ’ মানুষ থেকে অমানুষ হয়ে যায়,
বিচারক ও অন্যায়কে ন্যায় বলে রায় দেয়।

“টাকা” ই এখন বর্তমান বিশ্বে সব
টাকা ই হলো সম্প্রীতির মূলমন্ত্র,
টাকার কাছে নত হয় সকলে,
সকলে থাকে টাকাওয়ালার বশে,
টাকা ই তৈরি করে নতুন নতুন আইন,
টাকার দাফটে জয়ী হওয়া পথেও হেরে যেতে হয়।

আবার এই,
টাকা আসলে বিপদ বাড়ে
আর সফল হলে শত্রু বাড়ে।

আবার,
এই টাকা কিছু লোকের কাছে কেবলই টাকা
কিন্তু আবার কিছু লোকের কাছে এই টাকা অক্সিজেন।

শশীভূষন, ভোলা–বাংলাদেশ
মোঃ ইসমাঈল (স্নাতক প্রথম বর্ষ)