ArabicBengaliEnglishHindi

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ২:৫২ অপরাহ্ন / ৫৬
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

টাঙ্গাইল জেলা প্রতিনিধি ->>
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত নগর আলীর ছেলে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিপক্ষ লোকজনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলীকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।