ArabicBengaliEnglishHindi

টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন


প্রকাশের সময় : মে ৬, ২০২২, ৮:৪৯ অপরাহ্ন / ৫২
টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

মির্জাপুর প্রতিনিধি ->>

ঈদ শেষে এবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি আসা কর্মজীবী মানুষ। এর প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা অঞ্চলের তিন কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। এলেঙ্গা বাসস্ট্যান্ডে শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

শুক্রবার (৬ মে) বিকেলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা ভূঞাপুর লিংক রোড পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

তবে মহাসড়কের করটিয়া, ঘারিন্দা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি, রাজাবাড়ি মোড় ও আনালিয়া বাড়িসহ বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এলেঙ্গা বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ সোলায়মান মিয়া বলেন,মহাখালী যাবো। প্রায় এক ঘণ্টা এখানে দাঁড়িয়ে আছি। কোনো যান পাচ্ছি না।

এ বিষয়ে এলেঙ্গা (মধুপুর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কের ঢাকামুখী লেনের এলেঙ্গা থেকে ২-৩ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরে চলছে। তবে মহাসড়কের কোথাও যানজট নেই।