ArabicBengaliEnglishHindi

টিভির সাউন্ড কমানোয় শাশুড়িকে কামড়ালেন পুত্রবধূ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ৮:১৭ অপরাহ্ন / ৩৪১
টিভির সাউন্ড কমানোয় শাশুড়িকে কামড়ালেন পুত্রবধূ

আন্তর্জাতিক ডেস্ক ->>
বউ-শাশুড়ির দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। দৈনন্দিন জীবনে অনেক ঘটনা নিয়েই তাদের ঝগড়া হয়ে থাকে। সম্প্রতি পুত্রবধূর কামড় খেয়ে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ শাশুড়ি।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী ব্রুশালি কুলকার্নি সকালবেলা ভজন গাইছিলেন। তার দাবি, এই সময় তার পুত্রবধূ বিজয়া কুলকার্নি (৩২) উচ্চ ভলিউমে টিভি দেখছিলেন। এরপর শাশুড়ি তার পুত্রবধূকে সাউন্ড কমাতে বলেন। কিন্তু তা না করলে টিভি বন্ধ করে দেন ব্রুশালি।

এদিকে এই ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হন হন পুত্রবধূ। তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে শাশুড়ির হাতের তিন আঙুল কামড়ে দেন। এই সময় তাদের বিবাদ মেটাতে এলে স্বামীকেও চড় মারেন পুত্রবধূ বিজয়া।

এ বিষয়ে শিবাজিনগর থানায় অভিযোগ করেছেন ব্রুশালি কুলকার্নি। এরপর পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।