ArabicBengaliEnglishHindi

ট্রলির চাকায় পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু


প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ৪:২১ অপরাহ্ন / ২০৬
ট্রলির চাকায় পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি ->>

আজ ২মার্চ বেলা ১২টার দিকে চৌগাছায় বিচালি বোঝাই ট্রলির আঘাতে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। উপজেলা ব্র্যাক অফিসের সামনে যাত্রীর অপেক্ষা করছিলেন ভ্যান চালক নজরুল মন্ডল (৫৭)। হঠাৎই বিচালি বোঝাই ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করে নজরুল মন্ডল কে। ট্রলির বেপরোয়া গতির আঘাতে জায়গায় পিষ্ট হয়ে ভুড়ি বের হয়ে মারা যান তিনি।

নিহতের স্থানে গেলে জানা যায় নজরুল মন্ডল উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মাজালী গ্রামের বাসিন্দা। সকালবেলা তিনি ভ্যান নিয়ে ভাড়ার আশায় চৌগাছা বাজারের দিকে রওনা দেন। উপজেলা ব্র্যাক অফিসের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন ভ্যান চালক নজরুল মন্ডল।

দুর্ঘটনার পর অবস্থা খারাপ বুঝে গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রলি চালক। এ ঘটনার পরই থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত ট্রলি চালককে আটক করা সম্ভব হয়নি।