ArabicBengaliEnglishHindi

ডিএমপির ছয় কর্মকর্তাকে বদলি


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৯:১৪ অপরাহ্ন / ৮৫
ডিএমপির ছয় কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক ->>
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

মঙ্গলবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

এসব কর্মকর্তাদের মধ্যে লাইনওআর’র শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জিয়াউল হককে ট্রাফিক রমনায় বদলি করা হয়েছে। লাইনওআর’র শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. রুহুল কুদ্দুসকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, লাইনওআর’র শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. বেলায়েত হোসেনকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়াও লাইনওআর’র শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. রাশেদুল ইসলামকে ট্রাফিক মতিঝিলে, লাইনওআর’র শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আবুল হোসেনকে ট্রাফিক মতিঝিলে ও ট্রাফিক লালবাগ বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক অমল চন্দকে ট্রাফিক মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।