ArabicBengaliEnglishHindi

ডিমলায় করোনা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২২, ৮:৪১ অপরাহ্ন / ১০৯
ডিমলায় করোনা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>

“করোনা ভাইরাসের টিকা নিই, করোনা মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

গ্লোবাল এফেয়ার্স কানাডার সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রবিবার (৩১-জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই অজিত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা’র প্রেরিত প্রতিনিধি ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দীকা, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কুঞ্জকলী রায়, পরিবার পরিকল্পনা অফিসার হাসিন আকন্দ, নার্সিং সুপার সিনিয়র নার্স হাসিনা আক্তার বানু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুরের স্কোর প্রোজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ ওমর ফারুক, ল্যাম্ব স্কোর প্রোজেক্ট ম্যানেজার মোঃ রউফুর রহমান বসুনিয়া রাসেল, স্কোর প্রোজেক্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর কাজল কুমার রায় প্রমুখ।

এসময় বক্তারা করোনাকালীন সময়ে উপজেলায় করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন, চিকিৎসক, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। গ্লোবাল এফেয়ার্স কানাডার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্টানের শুরুর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর পরিদর্শন করার পর ক্যাম্পেইনে ১০টি স্টলে করোনাকালীন সময়ের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা৷