রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>
নীলফামারীর ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রতিনিধি, শিক্ষা অফিসার, স্থানীয় সরকারসহ সরকারী কর্মকর্তাদের সাথে অবহিতকরণ ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫-সেপ্টেম্বর) সকালে পল্লীশ্রী’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে প্রকল্পের পরিকল্পনা অবহিতকরণ ও সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্ব-প্রাপ্ত) আমির বোরহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা কর্মসূচির ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুদা আক্তার পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা সহকারী প্রোগ্রামার ব্যানবেইস রেদওয়ানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক আয়শা সিদ্দিকা, সাংবাদিক জাহাঙ্গীর রেজা, মহিবুল ইসলাম সুজন।
এসময় বাল্যবিবাহের কারণ, শিশু শ্রম এবং ঝরে পড়া মেয়ে শিশু শিক্ষার্থীদের স্কুল না যাওয়ার কারণ গুলো তুলে ধরে বক্তব্য রাখেন, সুন্দরখাতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান, সভাপতি অমিয় কুমার ব্যানার্জী, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শ্যামল চন্দ্র রায়, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সভাপতি মকবুল হোসেন, সোনাখুলি হাজী জহরতুল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুয়ীদ, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানাজার সন্তোষ কুমার স্বপন, দি-হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী অজিবর রহমান লেবু প্রমুখ।
আপনার মতামত লিখুন :