ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>
নীলফামারীর ডিমলা উপজেলার নিজ বাসায় আনোয়ারুল হক চৌধুরী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট বিজয় চত্বর এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে নিহতের বাসা সংলগ্ন ভাড়াটিয়া পল্লব দোকান খুলে পিছনের দরজা ভাঙা দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী আনোয়ারুল বাবুরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।
নিহতের স্ত্রী সুখী আক্তার জানান, তিনি স্বামীর গ্রামের বাড়িতে ছিলেন। রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়। আজ সকাল থেকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করছিলেন না।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :