ArabicBengaliEnglishHindi

ডিমলায় বিষ প্রয়োগে ইরি ধানের বিচন নষ্ট


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২২, ৮:০৫ অপরাহ্ন / ৫৭
ডিমলায় বিষ প্রয়োগে ইরি ধানের বিচন নষ্ট

নীলফামারী প্রতিনিধি ->>
ডিমলায় বিষ প্রয়োগে ইরি ধানের বিচন নষ্ট। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের নওদাপাড়া গ্রামে।

একদিকে চলছে অনাবৃষ্টি কৃষকরা নাপারছে রোপা লাগাতে। অন্যদিকে শত্রুতাা পারিবারিক শত্রুতার জের ধরে ঘাসমারা বিষ প্রয়োগ করে ধানের চারা নষ্ট করে দিয়েছে।

ঘটনাস্থলে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সহ ইউপি সদস্যরা তদন্ত করে শান্তনাবানী দেন।

এলাকাবাসী সূত্রে গেছে যে ধানের চারা নষ্ট করা হয়েছে সব হিন্দুদের মুসলমানদের কোন চারাতে ঘাসমারা বিষ দেওয়া হয়নাই।

আনুমানিক ১৮জনের ধানের চারায় ঘাসমারা বিষ প্রয়োগ করা হয়। তার মধ্যে শিশিল এর ১৪ কেজি মধুসূদন এর ৮কেজি দিনোবন্ধুর ৭ কেজি দেবেন এর ১৫ কেজি কালুর ৮কেজি টন্নার ৫ কেজি অবিলাসের ৫কেজি স্বপোনের ৫কেজি ননৃদর ৫ কেজি ধানের চারা নষ্ট করা হয়। চারার মালিক অবিলাস বলেন শত্রুতা থাকলে মানুষের মধ্যে থাকতে পারে কিন্তু আমাদের ধানের চারা কি করল।

তিনি বলেন মোট ১৮জনের ধানের চারা নষ্ট করা হয়েছে রাতের আধারে একাজ করা হয়েছে। কে বা কাহারা একাজ করলো আমরা কাউকে দোষারোপ করতে পারছিনা।

স্থানীয় মান্যগণ্যরা বলেন এমনিতে দেশে খাদ্যঘাটতি চলছে। আবাদ করতে নাপারলে আমরা খাবকি?

বিষয়টি ভালো করে যাচাই-বাছাই করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।।