রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ->>
নীলফামারীর ডিমলায় দাখিল পরীক্ষায় নিজপাড়া কামিল মাস্টার্স মাদ্রাসার পরীক্ষাকেন্দ্র থেকে জামিদুল ইসলাম নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে ।
প্রক্সি দেওয়ার অপরাধে ভুয়া ঐ পরীক্ষার্থীকে ১৮ মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
আটক জামিদুল ইসলাম উপজেলার ছোটখাতা কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সে খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।
ইউএনও বেলায়েত হোসেন জানান, শনিবার(২৪সেপ্টেম্বর) এসএসসি(দাখিল ভোকেশনাল) পরীক্ষার পদার্থ বিজ্ঞান-২ বিষয়ে জামিদুল পরীক্ষায় অংশ নেয়।
দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার কাগজপত্র যাচাই করলে ভুয়া পরীক্ষার্থী বিষয়টি ধরা পড়ে। ছোটখাতা ফাজিল মাদ্রাসার আফতাবুল ইসলামের স্থানে পরীক্ষায় অংশ নেয় জামিদুল।
আটক জামিদুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে দাখিল পরীক্ষার্থী আফতাবুলকে বহিষ্কার করা হয়েছে বলে জানান ইউএনও।
আপনার মতামত লিখুন :