ArabicBengaliEnglishHindi

ডিমলায় মোবাইল গেমস কেড়ে নিল ১৯ বছরের যুবকের প্রাণ


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২২, ১১:১৪ অপরাহ্ন / ১০০
ডিমলায় মোবাইল গেমস কেড়ে নিল ১৯ বছরের যুবকের প্রাণ

রুহুল আমিন(ডিমলা-নীলফামারী) প্রতিনিধি ->>

নীলফামারীর ডিমলা উপজেলার পঁচারহাট এলাকায় আহসান হাবীব (১৯) নামে এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।

 

 

আজ বুধবার (১০-আগষ্ট/২২)সকালে খবর পেয়ে ডিমলা থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধার করে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আহসান হাবীব বিভিন্ন অনলাইন গেমস এ আসক্ত থাকায় মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় গেমস নিয়ে পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকত।মানষিক অশান্তির কারণে সে আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিমলা থানার এসআই জয়ন্ত পাল দৈনিক জনতার বাংলা কে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।