রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>
সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার(১৫-আগষ্ট/২২) দিবসটি উপলক্ষে প্রথমে ডিমলা বিজয় চত্ত্বরে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, ডিমলা থানা,প্রেসক্লাব ডিমলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জিও এনজিও সহ সর্বস্থরের জনগণ৷ পরে বিজয় চত্ত্বরের শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধুর “জীবন ও কর্ম” বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-শিক্ষার্থীদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর ভাষন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি৷ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) লাইছুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি,প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ,সমাজসেবা বিষয়ক সম্পাদক রুহুল আমিন,বিভিন্ন গণমাধ্যম কর্মী,আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমানসহ আরো অনেকেই।
আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক সাংস্কৃতিক নেত্রীবৃন্দ সহ সকল সরকারী বে-সরকারী কর্মকর্তা-কর্মচারী, জন-প্রতিনিধি, জিও, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :