রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>
“শিশুকে কোনোরকম আঘাত আর নয়, শিশুর শৈশব করি আনন্দময়” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শিশু নির্যাতন বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪-আগস্ট) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত এপিসি প্রকল্পের আওতায় সিআর এফ আল মাহবুব মোঃ শাহরিয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) পূরবী রানী রায়।
এসময় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ইউনিসেফ বাংলাদেশ রংপুর বিভাগের শিশু সুরক্ষা কর্মকর্তা ফারজানা ফেরদৌসী।
সভাটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ্ব মাহাবুবা আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা, আইজিএ প্রকল্পের প্রশিক্ষক অপর্ণা রানী সরকার, আব্দুল মজিদ, আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী এবং অবিভাবক বৃন্দ।
আপনার মতামত লিখুন :