শোবিজ ডেস্ক ->>
বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। বিভিন্ন জনপ্রিয় গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বলিউডের ঝড় তোলা এই নৃত্যশিল্পী ঢাকায় আসছেন।
রাজধানীর একটি কনভেশন হলে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে যোগ দিতে প্রথমবার ঢাকায় আসছেন এই অভিনেত্রী। এ অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া বলেন—‘নোরা ফাতেহির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় আসবেন তিনি।’
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
আপনার মতামত লিখুন :