নিজস্ব প্রতিবেদক ->>
গত ১লা জুলাই শনিবার লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর নব নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ দায়িত্ব গ্রহণ করেন।
আইপিডিজি লায়ন শরীফ আলী খান লায়ন ভবনের ৯ তম তালায় ডিস্ট্রিক্ট অফিসে এই দায়িত্ব হস্তান্তর করেন।বাংলাদেশের লায়নইজমের গর্ব, ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর অভিভাবক পিআইডি শেখ কবির হোসেন পিএমজেএফ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ কে গভর্নরের চেয়ারে বসিয়ে পিন পড়িয়ে দেন।
ডিস্ট্রিক্ট গভর্নর অনারারি কমিটির এডভাইজার ও GAT এরিয়া লিডার নাজমুল হক পিএমজেএফ, কাউন্সিল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব শিকদার এমজেএফ, আইপিসিসি এসকে কামরুল, ভাইস এরিয়া লিডার ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, বিএলএফ চেয়ারম্যান রেজাউল হক এমজেএফ, ডিজি অনারারি কমিটির চেয়ারম্যান পিডিজি লায়ন বেনজির আহমেদ পিএমজেএফ, এডভাইজার পিসিসি মোহাম্মদ ফারুক এমজেএফ, ডিস্ট্রিক্ট ভিশন চেয়ারপার্সন পিসিসি নূরুল ইসলাম মোল্লাহ এমজেএফ, ডিস্ট্রিক্ট ইনভাইররমেনট চেয়ারপার্সন পিডিজি মুজিবুল হক চুন্নু, ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেকনোলজি চেয়ারপার্সন পিডিজি শফিকুল আযম ভূইয়া, ডিস্ট্রিক্ট লায়ন্স কোয়েস্ট চেয়ারপার্সন পিডিজি নিশাত পারভীন হক, ডিস্ট্রিক্ট হাংগার চেয়ারপার্সন পিডিজি এডভোকেট কাজী একলাসুর রহমান, ডিস্ট্রিক্ট জিএমটি ফ্যামিলি এন্ড ওমেনস স্পেসালিস্ট পিডিজি শাহেনা রহমান, ১ম ভাইস কাউন্সিল চেয়ারম্যান ইন্জিনিয়ার মোসতফা কামাল, ১ম ভাইস গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ফারহানা বকস, ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ ফারহানা নাজ সুধা,২ য় ভাইস গভর্নর আল মুনির, ৩১৫এ২ মোহাম্মদ হানিফ, ডিস্ট্রিক্ট ইয়ুথ ক্যাম্প এন্ড এক্সচেঞ্জ চেয়ারপারসন শেখ মোসফেক কবির অভি, ২য় ভাইস জেলা গভর্ণর ড সারোয়ার জাহান জামিল, ফার্স্ট লেডি অফ ডিস্ট্রিক্ট শিরিন আক্তার রুবী, কেবিনেট সেক্রেটারী আশিকুজ্জামান চৌধুরী ইমন, কেবিনেট ট্রেজারার মোঃ আসাদুজ্জামান লিটুসহ শতাধিক সিনিয়র লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী একটি বছর সকলে মিলে মানবতার কাজে এগিয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট গভর্নর এর কল ” Greater fellowship, better service.” সফলতা লাভ করবে। ডিস্ট্রিক্ট পরিচালনার কাজ সুন্দর ভাবে সম্পাদনের জন্য ডিস্ট্রিক্টের ৬২টি ক্লাব বছরের শুরুতেই ডিস্ট্রিক্ট ডিউজ এর চেক ডিস্ট্রিক্ট গভর্নর এর হাতে তুলে দেন ও সব সময়ই পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা গভর্নর ঈদের ছুটির দিনে বৈরী আবহাওয়ার পরও সকলের উপস্থিতি ও আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য সকল সন্মানিত লায়ন নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামী বছর টি সকলকে সাথে নিয়ে একসাথে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :