ArabicBengaliEnglishHindi

“ড.এনামুল হক এর প্রথম দেহাবসান অনুষ্ঠান”


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২২, ৬:৫১ অপরাহ্ন / ২৫০
“ড.এনামুল হক এর প্রথম দেহাবসান অনুষ্ঠান”

এমদাদুল হক শ্রাবণ ->>
গতকাল বুধবার ১১ই অক্টোবর সন্ধ্যায় ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় ড.ইনামুল হক এর প্রথম দেহাবসান নিবেদন করেন। এর পরে শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নির্মাণে নাট্যকার, অভিনয়শিল্পী ড. এনামুল হকের উপর ডকুমেন্টারি দেখানো হয়।

এর পর গান, নাচ, ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
অভিনয়শিল্পী নির্দেশক আজাদ আবুল কালামের এর সঞ্চালনায় গুনীকে স্মরণ করেন।

মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মঞ্চ সারথি আতাউর রহমান নাট্যজন,রামেন্দু মজুমদার, মামুনুর রশিদ নাট্যজন, নাসির উদ্দিন ইউসুফ, লিয়াকত আলী লাকী মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি,গোলাম কুদ্দুস, সারা যাকের নাট্যজন, ড.রতন সিদ্দিকী নাট্যজন।

ইতিহাসের পাতায় অমলিন নাট্যকার ড. এনামুল হক এর তিনটি নাটকের মূল ভাবনায় কোলাজ নাটক “একাত্তর ও একজন নাট্যকার” এর প্রদর্শনী করা হয়।

হৃদি হক এর গ্রন্থনা ও নির্দেশনায় নাটকটিতে অংশগ্রহণ করেছে নাট্যকার সম্প্রদায়,থিয়েটার, আরন্যক, সুবচন,পাচ্যনাট, নাট্যম, থিয়েটার আর্ট ইউনিট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর, নাগরিক নাট্যাঙ্গন নাট্য শিল্পীরা।

আজকের আয়োজনে নাগরিক নাট্যাঙ্গনের সাথে আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ডিরেক্টরস গিল্ড,অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ।