নিজস্ব প্রতিবেদক ->>
আজ ১৬-আগষ্ট মিরপুর শাহআলী থানা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা -১৪ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮-নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম মোল্লা, উপস্থিত ছিলেন ৮-নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও শাহআলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী টিপু সুলতান।
আরও উপস্থিত ছিলেন ৯৩-নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর রাজিব, ৮-নং ওয়ার্ড এর সভাপতি জনাব আঃ হামিদ,৯৩-নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার ইভা আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুল তালুকদার, আমিরুল ইসলাম রনি,শেখ বজলুল বাঁছিত বহুলুল, আনোয়ার হোসেন সহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-নেত্রী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন নিলু।
উক্ত অনুষ্ঠানে ১৫-আগস্টের ভয়াবহ রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব,ছোট্ট শিশু শেখ রাসেল সহ যারা মৃত্যু বরণ করেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পবিত্র কুরআন তেলওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :