কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহসড়কে অটো রিক্সার বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান পরিচালনা করেছে।
সোমবার জেলা পুলিশ সালনা হাইওয়ে পুলিশ এবং কালিয়াকৈর থানা পুলিশ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ১৩ টি থ্রীহুইলার আটক করে এবং কোন চালকের বিরুদ্ধে কোন মামলা দায়ের করেননি।
কালিয়াকৈর থানার অফিসার্স ইনচাজ আকবর আলী খান জানান মহাসড়কে অটো রিক্সা মুক্ত করে মহাসড়ককে যানজট মুক্ত করার জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।
সালনা হাই-ওয়ে পুলিশ কর্মকর্তা ফিরোজ আলম জানান ঢাকা- টাঙ্গাইল মহসড়কে অটো রিক্সার বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান পরিচালনা করা হয় এবং ১৩টি থ্রী হুইলার আটক করা হয়েছে।
এগুলি ডাম্পিং করা হবে নাকি এগুলির বিরুদ্ধে অন্য কোন ব্যাবস্থা করা হবে তা নির্ভর করবে উর্ধ্বতন কর্মকর্তাদের উপর। তবে এগুলির মালিকরা আর কোন দিন ফেরত পাবে না।
আপনার মতামত লিখুন :