ArabicBengaliEnglishHindi

তাহিরপুর সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ৯:৪৪ অপরাহ্ন / ১৪০
তাহিরপুর সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি ->>
 সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতে সীমানায় প্রবেশ করার দায়ে জনিক মিয়া (২২) নামে বাংলাদেশী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় একদল যুবক।
সোমবার (১৪ মার্চ) ভোর সকালে উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্টে তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় ভারতীয় একদল যুবক।
তাৎক্ষনিক মুহূর্তে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যতে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ‘নিহত জনিক মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে।’
স্থানীয় সূত্রে জানাগেছে,গতকাল ভোর রাতে কোনো এক সময় জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ‘ম্যানেজার বাংলো’ দিয়ে ভারতে করেন।পরে সেখানকার ভারতীয় লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারিতে ফেলে রেখে যায়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মো. মাহবুবুর রহমান বলেন, সীমান্তে এমন একটি অপ্রতিকর ঘটনা ঘটেছে আমি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।