তুমি নেই
– সুব্রত শুভ
প্রাত্যহিক রাত্রি নামলে ই অন্ধকার নামে চারিধার,
মুছে যায় সমস্ত সবুজ-
মুছে যায় গোলাপের লাল, পাখিদের ডানা, সমস্ত সাত রং…
আস্তে নামে কৃষ্ণ পক্ষ খুব!
জেগে থাকে বিভ্রমে বিভ্রান্ত বৈষ্ণব,
তাণ্ডবে আঁকিবুঁকি দুরন্ত দামাল,
বেসামাল বাজে সুরে টংকারে-ঝংকার-
তুমি নেই, তুমি নেই, তুমি নেই!
আপনার মতামত লিখুন :