ArabicBengaliEnglishHindi

দর্শনার্থীদের পদচারণায় মুখর বঙ্গবন্ধু টানেলের সড়ক


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২২, ৭:৫১ অপরাহ্ন / ১০১
দর্শনার্থীদের পদচারণায় মুখর বঙ্গবন্ধু টানেলের সড়ক

আনোয়ারা প্রতিনিধি ->>
চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় ঈদের ছুটির দিন গুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বঙ্গবন্ধু টানেলের সড়ক।

ঈদের ছুটির দিনে টানেলের আনোয়ারা প্রান্তে বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ছুটে এসেছেন টানেলের উন্নয়ন কর্মযজ্ঞ দেখতে। ঘুরে ঘুরে পর্যটকরা টানেলের কর্মযজ্ঞ দেখছেন। এবং টানেলের সংযোগ সড়কে উন্মুক্ত বাতাসে মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে স্বাচ্ছন্দ্যবোধ করছে।

সরেজমিনের পরিদর্শন করা দেখা যায়, মোটরসাইকেল, মাইক্রো, কার, বাইসাইকেল নিয়ে নতুন পোশাকে শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষ বঙ্গবন্ধু টানেলের সড়কের সেলফি তুলতেছে আবার কেউ কেউ টিকটক, লাইকিতে ব্যস্ত সময় পার করতেছে।শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো।

দর্শনার্থীরা বলেন,সরকারের মেগা প্রকল্পটি দৃশ্যমান হওয়ায় এবং দেখতে সুন্দর লাগায় ঘুরতে এসেছি। শামসু নামে এক পর্যটক জানান, টানেল রোডটি এখন আশেপাশের লোকদের জন্য একটি চমৎকার দৃশ্যপট তৈরী হয়েছে।