আকতারুজ্জামান (চিরিরবন্দর)প্রতিনিধি ->>
দিনাজপুরের লিচু বাগানে থোকায় থোকায় লাল টসটসে লিচু ঝুলছে। দেখলেই জিবে জল এসে যায়।
গাছ থেকে ডালসহ লিচু ছিঁড়ে ৫০টি করে আটি তৈরি করা হয়। লিচু গাছের নিচে বসেই নারীও পুরুষ একত্রে বসে এই লিচুর আটি বাধার কাজটি করে থাকেন।
লিচু বাগান থেকেই ছোট ছোট যানবাহন ভ্যান বা অটো রিকশা-পিকআপে করে দিনাজপুরের গোড় শহীদ বড় ময়দানের লিচু বাজারে নিয়ে যাচ্ছে।
লিচু বাজারে আসার সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে জেলার গোর-এ শহীদ ময়দান। আর মাত্র কয়েক সপ্তাহ পাওয়া যাবে টাটকা লিচু।
আপনার মতামত লিখুন :