এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ->>
জামালপুরের দেওয়ানগঞ্জে অসহায় দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে রিকশা, ছাগল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন, ছাগল, রিকশা ও হুইলচেয়ারসহ নগদ অর্থ ও চেক বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, জামালপুর সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাজু আহম্মেদ, জামালপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক ও মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি প্রমূখ।
আপনার মতামত লিখুন :