দেওয়ানগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২২, ১১:২৩ অপরাহ্ন /
১১৬
জামালপুর জেলা প্রতিনিধি ->>
জামালপুরের দেওয়ানগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আবু রায়হান নামের বিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ঝোরারপাড় এলাকার কৃষক শাহীন আলমের ছেলে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শাহীন আলম ও স্ত্রী রেনুকা বেগম তাদের বিশ মাস বয়সী শিশু সন্তান আবু রায়হানকে নিয়ে সিএনজিযোগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় আত্মীয় বাড়িতে এক বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। পথে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে টোলের জন্য বাঁশ নামালে সিএনজি চালক আকস্মিক ব্রেক করে।এতে সিএনজিটি উল্টে যায় এবং মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আবু রায়হান।
সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :