ArabicBengaliEnglishHindi

দৈনিক জনতার বাংলা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ৮:৩৮ অপরাহ্ন / ৭৩৫
দৈনিক জনতার বাংলা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ->>
দৈনিক জনতার বাংলা পত্রিকায় দেশ বিদেশে প্রতিনিধি ও বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ দৈনিক জনতার বাংলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :

• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই মেইলে। ই-মেইল: jonotarbanglabd@gmail.com

•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।

•আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।

•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।

•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

•প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।

•নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

• নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।

• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।

আরও বিস্তারিত জানতে
আপনি যোগাযোগ করুনঃ- ০১৯১৬৮১১০৩৫

আমাদের সকল নিউজের আপডেট পেতে ও লাইভ দেখতে আমাদের ওয়েভ সাইট ভিজিট করুনঃ www.jonotarbangla.net

fb/jonotarbangla1