ধর্ষক থেকে সাবধান
-মামুন মোল্যা
ধর্ষিত বোনের হৃদয় ভীষণ জ্বলন্ত অগ্নির দহন,
কলঙ্কিত প্রাণ লোকের তাচ্ছিল্য বাঁচবে কেমন করে?
নিজের দর্শন মা বাবা তাড়ানো মেয়েটি বিদীর্ণ ক্রন্দন,
বক্ষে শত জ্বালা মায়ার বাঁধন ছিন্ন ভিন্ন দিল করে।
সোনার জীবন আঁধারে ভরিল স্বপ্ন ভেঙ্গে হল চৌচির,
কূল হারা মেয়ে মাঝি ছাড়া নৌকা বাতাসে চলতে থাকে,
দমকা হাওয়া লয়ে যায় তাকে গভীর নিশির ঘর,
শত চিৎকার শোনেনা মানুষ বেশ্যার জীবন বাঁকে।
সাদা শার্ট পরে ভদ্র লোক সেজে অধিকার দেবে বলে,
নানা লোভে ফেলে ঘর থেকে এনে বাধ্য করে পচা কাজে,
তাহার মতন শত শত মেয়ে এমন ফাঁদে ফেলে,
মারে তিলে তিলে সাবধান স’বে ধর্ষক ভীষণ বাজে।
আপনার মতামত লিখুন :