ArabicBengaliEnglishHindi

নওগাঁয় পৌর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২২, ৮:৫৫ অপরাহ্ন / ১০৪
নওগাঁয় পৌর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

নাদিম আহমেদ অনিক ->>
নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক।

গত ০৭ বছর পর নওগাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর নওগাঁ পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত সাত বছরে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য নূরুল ইসলাম, সাংসদ শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল, আনোয়ার হোসেন প্রমুখ সম্মেলনে যোগ দেন।

বক্তারা দলের সব কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনে দেওয়ান ছেকার আহম্মেদ শিশানকে সভাপতি ও নাসিম আহম্মেদ কে সাধারণ সম্পাদক  ঘোষণা করা হয়।