নওগাঁ প্রতিনিধি ->>
নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ জন আম আড়ত ব্যবসায়ী কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ জুলাই সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার নতুন বাস স্ট্যান্ড মডেল মসজিদ এলাকায় জনসাস্থ্যের জন্য ক্ষতিকর এরূপ পচা ও পাম আম ক্রয়ের অপরাধে ৩ টি মামলায় আড়তদার সারোয়ার কে ১০ হাজার, রিফাত ফল ভান্ডার প্রোপাইটর রেজাউল ইসলামের ২০ হাজার, আরিফিন ফল ভান্ডার এর প্রোপাইটার শহিদুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, সেনেটারী ইন্সপেক্টর শওকত হোসেন, মামলার আয়ু হিসেবে ছিলেন থানার এসআই আজিজুল ইসলাম।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৫/৭/২২ নওগাঁ।
আপনার মতামত লিখুন :