ArabicBengaliEnglishHindi

নওগাঁয় মোবাইল কোর্ট অভিযানে ৩ ফল ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ৮:০৫ অপরাহ্ন / ৫৭
নওগাঁয় মোবাইল কোর্ট অভিযানে ৩ ফল ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি ->>
নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ জন আম আড়ত ব্যবসায়ী কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

২৫ জুলাই সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার নতুন বাস স্ট্যান্ড মডেল মসজিদ এলাকায় জনসাস্থ্যের জন্য ক্ষতিকর এরূপ পচা ও পাম আম ক্রয়ের অপরাধে ৩ টি মামলায় আড়তদার সারোয়ার কে ১০ হাজার, রিফাত ফল ভান্ডার প্রোপাইটর রেজাউল ইসলামের ২০ হাজার, আরিফিন ফল ভান্ডার এর প্রোপাইটার শহিদুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, সেনেটারী ইন্সপেক্টর শওকত হোসেন, মামলার আয়ু হিসেবে ছিলেন থানার এসআই আজিজুল ইসলাম।

উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৫/৭/২২ নওগাঁ।