ArabicBengaliEnglishHindi

নওগাঁয় সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২২, ৭:২৯ অপরাহ্ন / ৭৬
নওগাঁয় সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন
স্টাফ রিপোর্টার ->>
নওগাঁয় জেলা জেলা বিএনপি’র উদ্যোগে চাউল ডাল তেল গ্যাস বিদ্যুত সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা বিএনপি’র আহ্ববায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনশনে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম টুকু,আমিনুল ইসলাম বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, শফিউল আজম ভিপি রানা ও জেলা যুবদল সভাপতি বাইজিদ হোসেন পলাশ প্রমুখ।
প্রতীকী অনশনে বক্তারা বর্তমান সরকারের নানা সমালোচনা মধ্য দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এর প্রতিবাদ জানিয়ে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যুদ্ধে তাঁর অবদান সবচেয়ে বেশি, আওয়ামী লীগ সরকার আমলে কোনদিন সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়নি, তারা দিনে-রাতে প্রতিষ্ঠা করেছেন প্রশাসনকে রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করেছে, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন আগামীতে তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করে উক্ত প্রতীকী অনশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।