ArabicBengaliEnglishHindi

নওগাঁয় ৩১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৮:০১ অপরাহ্ন / ৩৫৭
নওগাঁয় ৩১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি ->>

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হামিদা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রানীনগর উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ। গ্রেফতারকৃত নারীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গ্রেফতারকৃত হামিদা বেগম গোনা মধ্যপাড়া গ্রামের এমদাদুল হক এর স্ত্রী।

সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই নারী এলাকায় মাদক ব্যবসা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে হামিদা বেগমকে আটক পূর্বক তাকে তল্লাশি করে পরনের ওড়নায় গিট দিয়ে বাঁধা অবস্থায় ওড়না থেকে ৩শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওই নারী হামিদার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি।