ArabicBengaliEnglishHindi

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সোনিয়া লাজুক


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২২, ৭:৩৮ অপরাহ্ন / ৬৬
নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সোনিয়া লাজুক

শোবিজ ডেস্ক ->>
‘মনের মাঝে আছিসরে তুই’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। এতে অংশ নিয়েছেন মডেল মুন্না খান ও সোনিয়া লাজুক। সম্প্রতি গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয় গাজীপুরে।

 

 

‘মনের মাঝে আছিসরে তুই’ গানটি লিখেছেন মুন্না খান এবং সুর এস ডি সাগর ও সংগীত করেছেন এস ডি সাগর। গানটি গেয়েছে হিরু ফকির। মিউজিক ভিডিওতে ডিওপি ছিলেন জুয়েল মাহমুদ ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মুন্না খান ও সোনিয়া লাজুক ছাড়াও গানটিতে আরও মডেল ছিলেন মুকুল খান।

গীতিকার ও মডেল মুন্না বলেন, ‘কণ্ঠশিল্পী হিরু ফকিরের সঙ্গে বেশ কিছুদিন ধরে গান নিয়ে কথা হচ্ছিল। তার কণ্ঠ অনুযায়ী আমার এই গানটি লেখা। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন দাদা। আমার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া লাজুক। আমার বিশ্বাস, তার সুনিপুণ অভিনয় দর্শকের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শক ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা ।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

সোনিয়া লাজুক বলেন, ‘মুন্না ভাইয়ের লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন হিরু ফকির। তা ছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

জানা গেছে, শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।