শোবিজ ডেস্ক ->>
তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী নওশীন নাহার। নিজের সৌন্দর্য ও সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে শোবিজে অধিষ্ঠিত হতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপন মহিমায়।
সম্প্রতি নির্মাতা সৈকত মামুনের পরিচালনায় আজিম বাবুর কথা ও সুরে এবং এ এইচ তূর্যের সংগীত আয়োজনে আকাশ মাহমুদের কন্ঠে “পিঞ্জিরার পাখি” নামে একটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন। এতে নওশীনের বিপরীতে রয়েছেন অপু৷
এ প্রসঙ্গে নওশীন নাহার জানান; বেশ সুন্দর করে কাজটি সম্পন্ন করেছি। ভীষণ পছন্দের একটি কাজ। আশা করব দর্শকদের মন ছুঁয়ে যাবে। গানটি শীঘ্রই অন্তর মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হবে।
আপনার মতামত লিখুন :