বিনোদন প্রতিবেদক ->>
বর্তমান প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী অনিন্দিতা সাহা অথি।
নিজের সুনিপুণ গায়কী দিয়ে শোবিজ অঙ্গনে অধিষ্ঠিত হতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপন মহিমায়। দর্শকদের জন্য তিনি দিলেন নতুন খবর৷
প্রসেনজিৎ ওঝার কথায় এবং শোভন রয়ের সুর ও সংগীত আয়োজনে “কথায় মশগুল” শিরোনামের একটি নতুন গান প্রোটিউন এর ব্যানারে প্রকাশিত হবে। গানটি প্রসঙ্গে তিনি জানান ; আগামী সপ্তাহে শুটিং শুরু ।
এ গানটি প্রোটিউনের সঙ্গে আমার দ্বিতীয় মৌলিক গান। প্রথম গানটি ছিল ” কিচ্ছু ভালো লাগে না। সে গানটিও দর্শক গ্রহণ করেছে। আশা করব; গানটি প্রচারে আসলে দর্শক সানন্দে গ্রহণ করবে।
এছাড়াও অথি বিভিন্ন স্টেজ শো ও টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আপনার মতামত লিখুন :