ArabicBengaliEnglishHindi

নভেম্বরে আসছে মিলন-শিরিন শিলা’র “নদীর জলে শাপলা ভাসে “


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ১০:১৮ অপরাহ্ন / ১৩২২
নভেম্বরে আসছে মিলন-শিরিন শিলা’র “নদীর জলে শাপলা ভাসে “

রিফাত রাহুল খাঁন ->>
আগামী নভেম্বরে আসছে আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা। সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে সেন্সরপত্র পেয়েছে আরও আগে। এখন শুধু মুক্তির অপেক্ষায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন সিনেমার পরিচালক মেহেদী হাসান।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

তিনি বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি।

বিনাকর্তনে সেন্সর পাওয়ায় এ ছবির অভিনেতা মিলন বলেন, একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে।

শিরিন শিলা বলেন, একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। গ্রামের সহজ-সরল মাঝির বউ আমি। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম মৌলিক গল্পের সিনেমা এটি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।

আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।