শোবিজ ডেস্ক ->>
তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত মৌমিতা বড়ুয়া। আধুনিক, সিনেমা এবং নাটকের গানেও সমান্তরাল ব্যস্ত রয়েছেন তিনি।
গত ঈদে দুটি নাটকে তার গান প্রচার হয়েছে। সাজিন খানের ‘পগ গার্ল’ নাটকের টাইটেল সং ‘আজ আমার মন ভালো নেই’ এবং মাবরুর রশীদ বান্নাহ’র ‘হাঁটতে চাই তোমার পাশে’ নাটকের ‘বারে বারে তোমাকে’ গান দুটি গেয়েছেন মৌমিতা। নাটকের গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি।
ভীষণ মিষ্টি কণ্ঠের গানের ভুবনে সবসময়ই চাহিদা রয়েছে। মৌমিতার কণ্ঠেরও তাই চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ‘আজ আমার মন ভালো নেই’ গানটি লিখেছেন ও সুর করেছেন শাহরিয়ার রাফাত। অন্যদিকে ‘বারে বারে তোমাকে’ গানটি লিখেছেন ও সুর করেছেন শোভন রায়।
মৌমিতা দৈনিক জনতার বাংলা কে বলেন; নিজেকে গানের চর্চায় মগ্ন রেখে অধ্যবসায় করে যাচ্ছি প্রতিনিয়ত। আগামী দশ বছর পর নিজেকে এমন অবস্থানে দেখতে চাই, যাতে করে নতুন প্রজন্ম আমার গান গায়, আমি যেমন আগের প্রজন্মের শ্রদ্ধেয় বরেণ্য শিল্পীদের গান অনায়াসে নিজের কণ্ঠে তুলে নিই, ঠিক তেমন। শ্রোতামহলে মানসম্মত কাজ উপহার দিতে চাই সব সময়।
আপনার মতামত লিখুন :