ArabicBengaliEnglishHindi

নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত-২


প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ১২:২৫ অপরাহ্ন / ১৯৫
নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত-২

নাটোর জেলা প্রতিনিধি ->>
নাটোর জেলায় গোবিন্দপুর গ্রামে গিয়ে ছিল লিচু আনতে গিয়ে ড্রাইভার আব্বাস এবং তার বন্ধু আমিনুল হাসান সরক দুর্ঘটনায় আহত হয়।

নাটোর থেকে ফেরার পথে হয় দুর্ঘটনা, গোবিন্দপুর থেকে ছাড়ার সময়,০৫.১০ মিনিট, নাটোর বনপাড়া মধ্যে এক্সিডেন্ট হয়, ঘুমন্ত অবস্থায় রাত ১১.১৫ মিনিটে, এর ভিতর দুইজন গাড়ি থেকে বের হয়ে আসে অনেক কষ্ট করে।

আশেপাশের লোকজন দেখে খবর দিল পুলিশের কাছে, পুলিশ এসে দেখে স্বাভাবিক একটি দুর্ঘটনা ঘটেছে এখানে, পুলিশ দেখে একজন সাংবাদিক রয়েছে সাথে সাথে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়, ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সাংবাদিক আমিনুল হাসান কে নিয়ে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানানো হয়েছে হাসপাতাল কৃর্তপক্ষ কে একজন সাংবাদিক অ্যাক্সিডেন্ট হয়েছে উনাকে চিকিৎসা করেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন সাংবাদিক আমিমুল আসান কে, এর ভিতর খবর পেলেন গাড়ির মালিক জনাব আজমল ভাই, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিলেন নাটোর জেলায়, যেয়ে দেখে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আজমল ভাই বলেন যে আমার গাড়ি চলে যাক সমস্যা নাই, আমার ড্রাইভার এবং তার সাথে লোক কেমন আছে, তিনি বলেন আমার গাড়ি পড়ে দেখব আগে ড্রাইভার এবং তার সঙ্গী কে দেখতে হবে আমাকে তারপরে দেখব আমি গাড়ি, সঙ্গে সঙ্গে আজমল ভাই গাড়ির মালিক চলে গেলেন পাটোয়ারী জেনারেল হাসপাতালে, যেয়ে দেখে অসুস্থ হয়ে পড়ে আছে সাংবাদিক আমিনুল হাসান, আজমল ভাই হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন যত ভালো প্রকার ট্রিটমেন্ট আছে দিবেন আমার ভাইকে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ইতিমধ্যে আজমল ভাই শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে হে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার মালিক তুমি।