ArabicBengaliEnglishHindi

নামাজ – সৈয়দুল ইসলাম


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২২, ৬:৫৬ অপরাহ্ন / ২৬৫
নামাজ – সৈয়দুল ইসলাম

নামাজ
– সৈয়দুল ইসলাম

আজানের ধ্বনি শুনে
মসজিদ পানে,
ছুটে চলি দলে দলে
নামাজের টানে।

সুন্নত আর ফরজের
নিয়ত করি,
কাঁধে কাঁধ মিলে সবাই
নামাজ পড়ি।

নামাজে মন প্রাণ
থাকে সদা ভালো,
চেহারাতে ফোটে ওঠে
নূরেরি আলো।

রুকু আর সেজদায়
কমে বাত ব্যথা,
লাগেনা যে ডাক্তার
ঔষধের পাতা।

নামাজির ঘরে অভাব
থাকেনা যে কভু,
নামাজেই খুশি হউন
মহান ঐ প্রভু।