ArabicBengaliEnglishHindi

নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে পাখি ব্যবসায়ীদের মামলা ও জরিমানা


প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ১:২২ অপরাহ্ন / ৩৩৫
নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে পাখি ব্যবসায়ীদের মামলা ও জরিমানা

স্বপন সরকার ->>

অদ্য ১৪/০৬/২০২২ ইং রোজ মঙ্গলবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা কতৃক বন্য  প্রাণী অপরাধ পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়  নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে।

উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ নারায়ণগঞ্জের ফরেস্ট অফিসার জনাব মোঃ আবু মুন্না, সাদিকুল ইসলাম জুনিয়র  wild  অফিসার।   অভিযান কালে    তিনজন আসামিসহ ২৯ টি বিভিন্ন প্রজাতির পাখি ( টিয়া ০৮ টি  ময়না০৪টি , ঘুঘু ০ ৫ টি শালিক ১২ টি)পাখি জব্দ করা হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের ১২০,০০০ / টাকা জরিমানা অনাদায়ে, ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ( দুইজনকে৫০,০০০/ টাকা করে ১০০,০০০/ টাকা জরিমানা অনাদায়ে  ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপরজনকে ২০,০০০/ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)  প্রদান করা হয়।

 জব্দকৃত পাখিগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে  উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়
সার্বিক সহযোগিতায় সামাজিক বনায়,  নারায়ণগঞ্জ।