ArabicBengaliEnglishHindi

নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে এক নারীর মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ৮:০৫ অপরাহ্ন / ২২৮
নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে এক নারীর মৃত্যু

শাহপরান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ->>
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাগলা কুকুরের দলের কামড়ে রহিমা খাতুন (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রহিমা খাতুন উপজেলার ধরমন্ডলের মৃত সাবেদ আলীর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফ জানান, রহিমা খাতুন একজন মানসিক রোগী। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের ইউনিয়ন ফান্দাউকের আতোকুড়া গ্রামে যান।

সেখানে তাকে ৫-৭টি পাগল কুকুর ধাওয়া করে। কিন্তু তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। পাগলা কুকুরগুলো তাকে কামড়ে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। সুরতহাল করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।