ArabicBengaliEnglishHindi

নিষিদ্ধ ড্রেজার দ্বারা ফসলি জমি কেটে বালু উত্তলন


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২২, ১১:০৯ অপরাহ্ন / ১০২
নিষিদ্ধ ড্রেজার দ্বারা ফসলি জমি কেটে বালু উত্তলন

বিশেষ প্রতিনিধি ->>
কচুয়া চাদঁপুর-ক্রমেই বেরেই চলছে নিষিদ্ধ কাটিং ড্রেজার, বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে কোন কোন ইউনিয়নে একাধিক স্থানে নিষিদ্ধ ড্রেজার দ্বারা ফসলি জমি কেটে বালু উত্তলন করতে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকা বাসি জানান, ফসলি জমি কেটে বালু উত্তলন কারিরা প্রভাবশ্বালী এবং ওয়ার্ড ও ইউনিয়ন রাজনৈতিক ছত্র ছায়ার কারনে বন্ধ করা যাচ্ছে না অবৈধ ভাবে ফসলি জমি থেকে বালু উত্তলন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এবং সহকারী নির্বাহী (ভুমি) ব্যবস্থা গ্রহন করলেও অদ্রিশ্য কারনে বেরেই চলছে ফসলি জমি কেটে বালু উত্তলন করার প্রতিযোগিতা, দায়িত্ব শীলগণ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করেন এলাকাবাসি, না করলে কয়েক বৎসর এর মধ্যে, ফসলি জমির সংকট দেখা দিতে পারে বলে মনে করেন সচেতন মহল।