নীলফামারী জেলা প্রতিনিধি ->>
নীলফামারী জেনারেল হাসপাতালে গত ১ আগষ্ট জরুরী বিভাগের এক রোগির মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক শাতিল সাইমুম চৌধুরী সহ একাধিক কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্চিত, মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে নীলফামারী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান শাহ্, এরই প্রতিবাদে আজ (৮ আগষ্ট সোমবার) সকাল ১১টার সময় স্থানীয় চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্ত্বরে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশেন (বি.এম.এ), নীলফামারী জেলা শাখা।
বি.এম.এ এর সহ-সভাপতি ডাঃ মোঃ মজিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মানব বন্ধ কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ হাসান হাবিবুর রহমান সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। মানব বন্ধন কর্মসূচীতে ২৪ ঘন্টার মধ্যে নীলফামারী পৌরসভার ০৬নং ওয়ার্ড কাউন্সিল মাহফুজুর রহমান শাহ্ কে গ্রেফতারের দাবী করেন।
আপনার মতামত লিখুন :