নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা আশ্রায়ন প্রকল্প থেকে ৮০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে ভসানচর থানা পুলিশ।
আআটককৃতরা হচ্ছেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এর ৮ নং ব্রাকের শামসুল এর ছেলে ইয়াকু (৩২) ও ২৫নং ব্রাকের হামিদুলের ছেলে তাহের (২৮) তারা দীর্ঘদিন ধরে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবার কারবার করে আসছে হাতিয়া ভাষানচর থানার ও কোস্টগার্ড গোপন নজরদারির মাধ্যমে তাদের উপর নজর রাখছিল। এরই প্রেক্ষিতে গত ১ মার্চ বিকেল ৪:০০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সবজি ক্ষেত থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাসানচর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের কোস্টগড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবি)র ১টি দল ভাসানচর গাজী চেয়ারমান দোকানের ১টি সবজি বাগানে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। আজ (২ মার্চ) বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :