ArabicBengaliEnglishHindi

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২২, ৬:২৫ অপরাহ্ন / ১৯০
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

হাসানুর রশীদ >>

নোয়াখালী প্রতিনিধি>> নোয়াখালীর সোনাইমুড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবুল (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায় সোনাইমুড়ীতে চৌরাস্তায় সিটি সেন্টারের সামনে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সিটি সেন্টারের সামনে দ্রুতগতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশার চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল (৩৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোহাম্মদ লোকমান এর ছেলে। তিনি সোনাইমুড়ির চৌরাস্তা কেশবপুর আইডিয়াল স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন এবং ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে।
এ ঘটনায় সোনাইমুড়ী থানার এসআই বাঁধন ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান আমরা বিষয়টি তদন্ত করছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।