ArabicBengaliEnglishHindi

নোয়াখালীতে তৃতীয় ধাপে মুজিব বর্ষের ঘর পেলেন আরও ৩০ পরিবার


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২২, ১২:৪২ অপরাহ্ন / ৪৭
নোয়াখালীতে তৃতীয় ধাপে মুজিব বর্ষের ঘর পেলেন আরও ৩০ পরিবার

সেলিম,নোয়াখালী জেলা প্রতিনিধি ->>
নোয়াখালী কবিরহাটে তৃতীয় ধাপে মুজিব বর্ষের ঘর পেলেন আরও ৩০ পরিবার। সোমবার সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নেরর নলুয়া গ্রামে নতুন নির্মিত এসব ঘর ভূমিহীনদের বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাদ সাদমিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মিশকাতুল তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জিয়াউল হক, উপেজেলা প্রকৌশলী হরশিৎ কুমারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগন, অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা। প্রথম ও দ্বিতীয় ধাপে তৈরি করা প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। তৃতীয় ধাপে প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২লাখ ৬৫ হাজার টাকা। আধা পাকা প্রতিটি ঘরের সামনে বারান্ধা, পিছনে রান্নার ঘর ও শৌছাগার রাখা হয়েছে।