শরীয়তপুর প্রতিনিধি ->>
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দুই পাড়ে যেন উৎসবের আমেজ তৈরি হচ্ছে। আর মাত্র কয়েকদিন পরই খুলছে স্বপ্নের দুয়ার। স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে দক্ষিণাঞ্চলের মানুষ। এই খুশির মহোৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশে। তারই ধারাবাহিকতায় আগামী ২৫-২৭ জুন ৩ দিন ব্যাপী ‘স্বপ্নের পদ্মা’ সেতু উদ্বোধন উপলক্ষ্যে
শরীয়তপুর জেলাপ্রশাসনের উদ্যোগে ” সমৃদ্ধির উৎসব” অনুষ্ঠিত শরীয়তপুরের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম দিন ২৫ তারিখ
থাকবেন-
নুকুল কুমার বিশ্বাস ; অনিমেষ এবং সংগীতশিল্পী ঐশীর পরিবেশনা
২৬ তারিখ থাকবে-
সংগীত তারকা সোমনূর মুনির কোনাল ও জলের গান ও সাদিয়া লিজা’র পরিবেশনা
২৭ তারিখ-
বাপ্পা মজুমদার ; হাসান ( অর্ক ব্যান্ড);
রাব্বীর পরিবেশনায় কনসার্ট।
সংগীত তারকা কোনাল বলেন; জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে। আশা রাখি দর্শকদের মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দিবো।
সাদিয়া লিজা বলেন; শরীয়তপুর স্টেডিয়ামে এর আগেও বহুবার প্রোগ্রাম করেছি৷ এবারও করবো। বেশ ভালো লাগছে।
আপনার মতামত লিখুন :