ArabicBengaliEnglishHindi

“পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগ নেতার নানা আয়োজন


প্রকাশের সময় : জুন ২৫, ২০২২, ৮:৩৬ অপরাহ্ন / ৭২
“পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগ নেতার নানা আয়োজন

মোঃ সবুজ খান ->>
“আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীবের উদ্যোগে স্বপ্নের “পদ্মা সেতু”র শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দে নানান আয়োজন করা হয়েছে।তার এ আয়োজনে সংযুক্ত ছিল – ব্যান্ড পার্টি,আনন্দ র‍্যালি,আনন্দ মিছিল,কেক কাটা,আতশবাজি সহ বিভিন্ন আয়োজন।

আজ শনিবার (২৫ জুন) বিকাল ৪ টায় মির্জাপুর উপজেলার গোড়াই নাজির পাড়া তার নিজ এলাকায়,উপজেলা পরিষদ চত্বর সহ উপজেলার বিভিন্ন স্থানে উক্ত আয়োজন সম্পন্ন করা হয়।

আনন্দ র‍্যালি,আনন্দ মিছিলে ৮ টি বাস,৪ টি প্রাইভেটকার,৭০ টি মোটরসাইকেলে মোট ৫০০ জনের বেশি মানুষ অংশগ্রহন করেন।এছাড়াও ছিল ব্যান্ড পার্টি।গোড়াই-মির্জাপুর হাইওয়ে রাস্তা ছিল লোকজনে ভরপুর ও আনন্দে মুখরিত।

এ বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সেতু।আজ সেই সেতু উদ্বোধন করা হয়েছে। এতে আমরা সাড়া বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব বলে মনে করি।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষেই আনন্দে আমার এ আয়োজন।