ArabicBengaliEnglishHindi

পবিত্র কোরআন হাদীসের আলোকে দুর্নীতি প্রতিরোধে ইসলাম


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২২, ১০:৫৬ অপরাহ্ন / ৪৭৮
পবিত্র কোরআন হাদীসের আলোকে দুর্নীতি প্রতিরোধে ইসলাম

মাওলানা শামীম আহমেদ ->>

দেশের আইন ও নীতি-নৈতিকতার তোয়াক্কা না করে,যা কিছু হয় তাই দুর্নীতি। যার অর্থ খারাপ অভ্যাস ও ভ্রান্ত নীতি। এটা এমন এক ধরণের লেনদেন যাহা গোপনভাবে এক বা একাধিক ব্যাক্তির মধ্যে সম্পাদিত হয়।এই অবৈধ মরণব্যাধীর ফলে মানবজীবনে চরম বিপর্যয় নেমে আসে। যাহা ব্যাক্তিগত জীবনেও তাঁরা উপলব্ধি করে প্রকৃত পক্ষে।মহান রব বলেন:-মানুষ স্বহস্তে যা কামাই করেছে তার কারণে জলে -স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যাতে আল্লাহ ওদের আস্বাদন করান ওদের কৃতকর্মের কিছুটা (শাস্তি)যেন ওরা (সৎপথে) ফিরে আসে (সূরা রোম -৪১) ব্যাখ্যা :-মানুষ স্বভাব ধর্মের ওপর কায়েম থাকেনি-দুনিয়াতে কুফর ও জুলুমের প্রসার লাভ করেছে এবং তার ফলে দেশ-দেশান্তরেও জলে -স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। স্থল ভাগ ও জল ভাগে কোথাও শান্তি ও নিরাপত্তা নেই পৃথিবীকে ফেতনা -ফাসাদ ঘিরে ফেলেছে। সামুদ্রিক যুদ্ধ -বিগ্রহ ও জাহাজ সমূহে ডাকাতি লুটপাটের ফলে সাগর -মহাসাগরেও বিপর্যয়ের ঝড় তুফান অহরহ হচ্ছে। এসব এ জন্য যে আল্লাহ তা’আলার ইচ্ছা মানুষ তার দুস্কর্মের কিছুটা শান্তি দুনিয়াতে ভোগ করুক -পূর্ণ শান্তি তো আখেরাতে হবে :-কিন্তু কিছুটা নমুনা এখানেও দেখা হোক। এতে কিছু লোক ভীত হয়ে সৎ পথে এসে যাওয়ার সম্ভবনা আছে( তাফসীরে ওছমানী)

ঘুষ হচ্ছে দুর্নীতির মূল উৎস এর বিরুদ্ধে ইসলামের অবস্থান অত্যান্ত কঠোর ও স্পট। ঘুষের মাধ্যমে দুর্নীতিবাজেরা ক্ষমতার অপব্যবহার করে মানুষের অর্থ -সম্পদ আত্বসাৎ করে আসছে। প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলা স্বজন প্রীতির মাধ্যমে যাবতীয় অনৈতিক কান্ডজ্ঞানহীন কাজ করে যাচ্ছে। ফলে সমাজের দরিদ্র, অসহায় লোকেরা বঞ্চিত, লাঞ্চিত, শোষিত হচ্ছে। ঘুষ আর দুর্নীতি সমাজের নৈতিকতার ভিত্তি ও মানুষের মানবিকতা ধ্বংস করে দিচ্ছে। দুর্নীতির প্রভাবে সৎ ও ন্যায়নিষ্ঠ লোকেরাও নীরবে এর শিকার হচ্ছে। বর্তমান সমাজজীবনে সৎ যোগ্য নীতিবান ধর্মভীরুরাও দুর্নীতির শিকার হয়ে অক্ষমতার পরিচয় দিচ্ছে।এভাবেই পরিস্থিতি নাজুক হয়েছে।অথচ অবৈধ উপায়ে হারাম পন্থায় সম্পদ অর্জন এবং ভোগ করা নিষিদ্ধ করে দুর্নীতি প্রতিরোধে ইসলামে মূলনীতি মালা ঘোষিত হয়েছে। মহান রব বলেন:- তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করোনা এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে অবৈধ পন্থায় আত্বসাৎ করার উদ্দেশ্য বিচারকদের হাতে তোলে দিওনা (সূরা বাকারা-১৮৮)